নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৩৪ শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ২ হাজার ৪৬৬ এবং ছাত্রী ৩ হাজার ৪৬৮ জন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ তথ্য জানা যায়।
জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫৫ হাজার ৫৫৫ জন। এরমধ্যে ছাত্র ২৪ হাজার ২১৬ ও ছাত্রী ২৮ হাজার ৯৫৯ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ।
ফলাফলের দিক থেকে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে রূপগঞ্জ উপজেলা, দ্বিতীয় স্থনে বন্দর, তৃতীয় নারায়ণগঞ্জ সদর, চতুর্থ আড়াইহাজার এবং পঞ্চম সোনারগাঁও উপজেলা।
অপরদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২০৮ জন। এরমধ্যে ছাত্র ১১৬ ও ছাত্রী ৯২ জন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
টিআই