ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে পিইসিতে পাসের হার ৯৮.৫৬-এবতেদায়ীতে ৯৩.০৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
নীলফামারীতে পিইসিতে পাসের হার ৯৮.৫৬-এবতেদায়ীতে ৯৩.০৫

নীলফামারী: নীলফামারীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮.৫৬ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৮৫০ জন শিক্ষার্থী।

এর মধ্যে ২২৬৪ জন বালক আর ২৫৮৬ জন বালিকা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জেলায় ৪১ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী পিইসিতে অংশগ্রহণ করে পাস করেছে ৪০ হাজার ৯৮৬ জন। এর মধ্যে ১৯ হাজার ৫৯৫ জন বালক ও ২১ হাজার ৯৯১ জন বালিকা। এছাড়া জিপিএ-৪ পেয়েছে ১৩ হাজার ৮৫৭ জন।

অন্যদিকে এবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। এর মধ্যে ৯ জন বালক ও ১১ জন বালিকা। জেলায় পাসের হার ৯৩.৫ শতাংশ।
এবতেদায়ীতে ২১১৩ জন অংশগ্রহণ করে পাস করেছে ১৯৭৫ জন। এর মধ্যে  ১১৩৭ জন বালক ও ৯৭৬ জন বালিকা। এছাড়া জিপিএ-৪ পেয়েছে ২৭০ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক জানান, প্রাথমিক শিক্ষা সমাপনীতে জেলায় নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৩ হাজার ৯৫৮ জন এবং এবতেদায়ীতে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ২৫৪২জন।
 
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএ

** পিইসিতে পাস ৯৮.৫২ শতাংশ, জেএসসিতে ৯২.৩৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।