ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রোববার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
রোববার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি (কুষ্টিয়া): শীতকালীন ছুটি শেষে রোববার (৩ জানুয়ারি) খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

রোববার থেকেই বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

তবে বুধবার (৬ জানুয়ারি) একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আব্দুল লতিফ।

এর আগে, ৫ জানুয়ারি (মঙ্গলবার) আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের জের ধরে নির্ধারিত সময়ের (২৪ ডিসেম্বর) আগেই গত ১৯ ডিসেম্বর শীতকালীন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, ছুটি শেষে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্যাম্পাস খোলা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতায় প্রশাসন ক্যাম্পাস খুলে দিচ্ছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইকবাল হোসাইন বাংলানিউজকে বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় আবাসিক হল খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।