ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বছরের শুরুতে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা পেল নতুন বই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
বছরের শুরুতে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা পেল নতুন বই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: নতুন বছরের প্রথম দিনেই চুয়াডাঙ্গা জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্য বই।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দার সেলুন এমপি আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।



চুয়াডাঙ্গা ভি.জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত পাঠ্য বই বিতরণ উৎসবের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইমা ইউনুছ।

এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা- আইসিটি) আব্দুর রাজ্জাক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।

পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সাইমা ইউনুছ বাংলানিউজকে জানান, নতুন বছরের প্রথম দিনেই জেলার ৯৩০টি প্রাথমিক ও ৯৭৪টি মাধ্যমিকসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষার্থীদের মাঝে একযোগে নতুন বই বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।