নীলফামারী: বছরের প্রথম দিনে নীলফামারীতে শিশুদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেছেন জেলা প্রশাসক।
নতুন বই পেয়ে হৈ-হুল্লোরে উৎসবমুখর হয়ে উঠেছে কোমলমতি শিশুরা।
শুক্রবার (০১ জানুয়ারি) সকালে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্রা রানী সরকার।
জেলায় মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী, এসএসসি ভোকেশনাল ও এবতেদায়ী ভোকেশনাল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২৯ লাখ বই বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এএটি/আরএ