ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নতুন বই পেলো ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
নতুন বই পেলো ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ‘নতুন বইয়ের সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল এর গন্ধ। বই খুলে গন্ধ নিতে ভাল লাগতো আমাদের।

নতুন বই নেওয়ার আগে পুরাতন বই জমা দিয়ে দিতে হতো'।

নতুন বই নিয়ে এভাবেই শিশু শিক্ষার্থীদের উদ্দেশে নিজের অাবেগের কথা বললেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মো. মোশাররফ হোসেন।

বই উৎসব উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) সকালে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. মোশাররফ হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিমউল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক।
পরে অতিথিরা শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।