ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নারায়ণগঞ্জে ১৮ লাখ শিক্ষার্থীর নাকে নতুন বইয়ের ঘ্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
নারায়ণগঞ্জে ১৮ লাখ শিক্ষার্থীর নাকে নতুন বইয়ের ঘ্রাণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: সারাদেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে বই উৎসব। জেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৮ লক্ষাধিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭ লক্ষাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।



শুক্রবার (১ জানুয়ারি) সকালে চাষাড়া প্রিপারেটরি স্কুলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা অনুষ্ঠানিকভাবে এ বই উৎসবের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা শিক্ষা সচিব আসিফ সামাদ, জেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারি বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম।

এরপর ধারাবাহিকভাবে শহরের বেইলি স্কুল, নারায়ণগঞ্জ হাই স্কুল, চাষারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেক্টরেট কিন্ডার গার্টেনসহ জেলার সবগুলো বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।

এ বছর নারায়ণগঞ্জেরে পাঁচটি উপজেলায় ৫৫ লক্ষাধিক নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ১৮ লক্ষাধিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৩৭ লক্ষাধিক নতুন বই দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।