খুলনা: বই বিতরণের উৎসবের মধ্য দিয়ে খুলনায় বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা নতুন বই সংগ্রহ করতে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান হাজির হয়।
খুলনা জিলা স্কুল মাঠে বিভাগীয় পর্যায়ে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ ও জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হোসেন।
খুলনা বিভাগের ১০ জেলার ৩৮ লাখ ৮২ হাজার ৮৮৫ জন শিক্ষার্থীর মধ্যে চার কোটি ৫ লাখ ৫৬ হাজারেরও বেশি নতুন বই বিতরণ করা হয়ছে। এর মধ্যে মাধ্যমকি স্তরে (স্কুল ও মাদ্রাসা) ১৭ লাখ ৩৮ হাজার ৪৩০ জন শিক্ষার্থী পাবে ২ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৭৬৫ বই। আর প্রাথমিকে ২১ লাখ ৪৪ হাজার ৪৫৫ (স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্ডেনে) জন শিক্ষার্থীকে ১ কোটি ৭৫ লাখ ৬৭৯ বই দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এমআরএম/এমজেএফ/