ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে নতুন বই বিতরণ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে নতুন বই বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কেবি হাই স্কুল প্রাঙ্গণে সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ বই বিতরণ করা হয়।



ওই স্কুলের কো-কারিকুলাম বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রায়হান উদ্দীনের সঞ্চালনায় বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহফুজা বেগম।

এছাড়াও ওই স্কুলের সব শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ওই স্কুলে প্রায় ১৩০০ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।