ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেওয়া হয়।



শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের ঐতিহ্যবাহী এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপ-সচিব সৈয়দ মজিবুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা জাহান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে অতিথিরা শিশুদের হাতে বই তুলে দেন। এ বছর জেলার ২৫৮টি মাধ্যমিক ও প্রায় এক হাজার প্রাথমিক বিদ্যালয়ে ৮ লাখ ২৫ হাজার নতুন বই বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।