ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পটুয়াখালীর ৩ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
পটুয়াখালীর ৩ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই

পটুয়াখালী: আনন্দঘন পরিবেশে বছরের শুরুতেই পটুয়াখালীতে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে ২০১৬ সালের পাঠ্য বই।  
 
এর অংশ হিসেবে শুক্রবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার ডিবুয়াপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় বই বিতরণ উৎসব।

 
 
উৎসবে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অমিতাভ সরকার।  
 
এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাকাহীদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।
 
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, পটুয়াখালী জেলার ১ হাজার ২২৫টি  স্কুলের ৩ লক্ষাধিক শিশুর হাতে নতুন বছরের পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে বছরের প্রথম দিনেই।  
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।