ময়মনসিংহ: ময়মনসিংহে ১৮ লাখ শিক্ষার্থী হাতে পেয়েছে নতুন বই। আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে এদিন বই তুলে দেওয়া হয়।
শুক্রবার (০১ জানুয়ারি) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন ও জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি আলাদাভাবে নগরীর কালিবাড়ি রোডের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ও মহারাজা রোডের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে নতুন বই তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া।
জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, জেলা পুলিশ সুপার মঈনুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, রেক্টর আমির আহম্মেদ চৌধুরী রতন প্রমুখ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক জানান, ময়মনসিংহের ১৩টি উপজেলার ৯ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর মাঝে ৩২ লাখ ৭০ হাজার ৪৭ পিস নতুন বই বিতরণ করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জেলার ১৩টি উপজেলার ৯ লাখ শিক্ষার্থীর মাঝে ৭৭ লাখ ১৫ হাজার ৫৩ পিস নতুন বই বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এএ