ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বই উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বই উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারি) সকালে জেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।



এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্মল কুমার চাকমা ও ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মামুন কবির উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন। নতুন বই প্রাপ্তির আনন্দে এ সময় শিক্ষার্থীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।