ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের (২০১১-১২ সেশন) চূড়ান্ত পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ১৪টি অনার্স বিষয়ের শিক্ষার্থীরা।
শনিবার (০২ জানুয়ারি) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, এ মাসের (জানুয়ারি) ২০ তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ গত সাত মাস আগে (২০১৫ সালের মে মাসে) দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়। তৃতীয় বর্ষের অনেক শিক্ষার্থী মাস তিনেক আগে দ্বিতীয় বর্ষের মান উন্নয়ন পরীক্ষা দিয়েছে। সে হিসেবে এসব শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার জন্য মাত্র চার মাস সময় পাচ্ছে। এভাবে একের পর এক পরীক্ষায় অংশগ্রহণ করা আমাদের পক্ষে অসম্ভব।
মানবন্ধনে অংশ নেওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী আইরিন সুলতানা স্মিতা বলেন, সেশন জট নিরসনের ব্যাপারটা আমাদেরকে আশা জাগায়। কিন্ত নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করে সেশন জট নিরসন কোনভাবেই কাম্য নয়।
মানবন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে অনার্স তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ