ঢাকা বিশ্ববিদ্যালয়: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন প্রণয়ন করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা।
শনিবার (০২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র রাজু ভাস্কর্য়ের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।
বিজয় নিশান নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে ‘হলোকাস্ট ডিনায়েল অ্যাক্ট’ প্রণয়নের দাবিতে সব শিক্ষার্থীকে স্বোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী, ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাসুদ মাজহার, বিজয় নিশানের সাংগঠনিক মাজহারুল কবির শয়ন, রাকিবুল ইসলাম ঐতিহ্য প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কামাল হোসেন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসএ/এটি