ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

চুয়েটে আইটি সেক্টরে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
চুয়েটে আইটি সেক্টরে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

ঢাকা: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নেটওয়ার্কিং ও আইটি সেক্টরে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে চুয়েট ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইসিটি) বিভাগ।

বিকেলে চুয়েটের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফজলুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চুয়েট আইআইসিটি’র পরিচালক অধ্যাপক ড. কৌশিক দেব, উপ-পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।