ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

শাবিপ্রবি থেকে: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে।

রোববার (০৩ জানুয়ারি) নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দীন শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।



তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির কার্যকরী সংসদের নির্বাচন-২০১৬ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ১১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল ও বাছাই করা হবে।

এছাড়া ১২ জানুয়ারি প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১৩ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং আগামী ১৪ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, জানায় নির্বাচন কমিশন। ‍ৎ

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।