ঢাকা: দেশের বিতর্ক চার্চা ও আন্দোলনের সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে দুই দিনব্যাপী নবম জাতীয় বিতর্ক উৎসব-২০১৬ শুরু হবে আগামী ২৪ জানুয়ারি (শনিবার)।
‘হৃদয় বলছে.... ঐতো যুক্তির ভোর’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই উৎসব শুরু হবে।
সোমবার (০৪ জানুয়ারি) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উৎসবে দেশের সরকারি-বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যায়ের প্রায় দুই হাজার বিতার্কিক অংশ নেবেন।
উৎসবে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। থাকবে আঞ্চলিক, সংসদীয়, ওয়ার্ল্ড ফরমেট, প্ল্যানচেট, রম্য, বায়োয়ারী ও মডেল বিতর্ক পরিবেশনা ও প্রতিযোগিতা। অনুষ্ঠানে আরও থাকবে বিতর্কের বিভিন্ন দিকে নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন।
উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট, পুরস্কার ও উপহার সামগ্রী দেওয়া হবে। এ উৎসবে নেতৃত্ব দেবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব।
বিতর্ক উৎসবে অংশ নিতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই নম্বরে ০১৭১১-৫৪১৫৬৬, ০১৭৩৫-৮৬১৮৬৯, ০১৭৫৪-৩৪৩৩৩৩ ও ০১৭৮৪-৬৭০৮২৭।
উৎসবের প্রথম দিন ২৪ জানুয়ারি সকাল ৮টার মধ্যে আগ্রহীদের উপস্থিতি খাতায় নাম নিবন্ধন করতে হবে। পরে তাদের আইডি কার্ড, উপহার ও খাবার কুপন সরবরাহ করা হবে।
এ দিন সকাল ১০টায় উৎসবের উদ্বোধনী ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তারপর পর্যায়ক্রমে শিশুদের বিতর্ক, মডেল বিতর্ক, ওয়ার্ল্ড ডিবেট অনুষ্ঠিত হবে।
বেলা ৪টায় প্রখ্যাত বিতার্কিক ড. বিরূপক্ষ পালের উপস্থাপনায় বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এ সময় বিতর্ক আন্দোলন ও সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করবেন দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র হেড অব নিউজ মাহমুদ মেনন।
পরে ইংরেজি বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক পরিবেশন করা হবে। সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৯টায় থাকবে বিশেষ আকর্ষণ ক্যাম্প ফায়ার, অতঃপর রাতের খাবার।
উৎসবের দ্বিতীয় দিন ২৫ জানুয়ারি দিনব্যাপী বিতর্ক বিষয়ক নানা কর্মযজ্ঞ শেষে বেলা ৪টায় চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
টিআই