ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি শিক্ষকদের কর্মবিরতি চলছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ঢাবি শিক্ষকদের কর্মবিরতি চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

যা চলবে বেলা ১টা পর্যন্ত।
 
কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক নেতা এ জেড এম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. লুৎফর রহমানসহ অন্য শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
এসএ/টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।