ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভালোবাসার উন্নয়ন না হলে মানব সভ্যতা এগুবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ভালোবাসার উন্নয়ন না হলে মানব সভ্যতা এগুবে না আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা: সব উন্নয়নের বড় উন্নয়ন হচ্ছে ভালোবাসার উন্নয়ন। আর এ উন্নয়ন না হলে মানব সভ্যতাকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।



শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্বিবদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন।

তিনি বলেন, সারাবিশ্বে কত ধরনের উন্নয়ন হচ্ছে; শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি। কিন্তু সব উন্নয়নের মা হচ্ছে ভালোবাসার উন্নয়ন। আর এই মৌলিক উন্নয়ন না হলে মানব সভ্যতা এগুবে না।

উপাচার্য বলেন, কত-শত উন্নয়ন হওয়া সত্ত্বেও মানুষে মানুষে হনাহানি, আক্রমণ থেমে নেই। হত্যাকাণ্ড থেমে নেই, বাংলাদেশেও এ ধরনের ঘটনা ঘটছে। কারণ মানুষে মানুষে ভালোবাসার উন্নয়ন হয়নি।

আরেফিন সিদ্দিক বলেন, পাকিস্তান আমাদের ওপর আক্রমণ করে ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। কারণ এদেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা ছিলো না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী রোজী, সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ইইউডি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।