ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট ও নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী: শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও উত্ত্যক্তের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (নোবিপ্রবি) চার শিক্ষার্থীকে  সাময়িক বহিষ্কার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নোবিপ্রবির জনসংযোগ শাখার রেজিস্ট্রার দপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।



বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের মাহমুদুল হাসান (মামুন), কৃষি বিভাগের খাইরুল বাশার বিপ্লব, ফলিত গণিতের শাহীন আলম স্বাধীন ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সবুজ ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৪টার দিকে ক্যাম্পাসে শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও উত্ত্যক্ত করার অভিযোগে ওই চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

কেন তাদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না -এ মর্মে ৭ দিন সময় দিয়ে নোটিশ দেওয়া এবং তাদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিলের জন্য প্রক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।