ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
রাবিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেড ও মর্যাদা অবনমনের প্রতিবাদে এবং অসঙ্গতি দূর করার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

  এতে দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

ধর্মঘট পালনকালে রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, আমরা শুধু আমাদের মর্যাদা ফিরে পেতে চাই। শিক্ষক সমিতি কখনো চায়নি ক্লাস-পরীক্ষা বন্ধ থাকুক। কিন্তু আমরা তা করতে বাধ্য হয়েছি। আমাদের এই যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন থেকে ফিরে যাব না।

সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম বলেন, আমরা সচিবদের সঙ্গে নিজেদের তুলনা করছি না, কারণ আমরা সচিব তৈরি করি। আমরা প্রধানমন্ত্রীর আহ্বানে অত্যন্ত আশাবাদী। আশা করি তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমাদের দাবি মেনে নেবেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাবির শিক্ষকরাও ১১ জানুয়ারি থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।