ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাদে বাগান করা নিয়ে শেকৃবি’তে সেমিনার

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ছাদে বাগান করা নিয়ে শেকৃবি’তে সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ভবনের ছাদে কিভাবে আধুনিক প্রযুক্তিতে বাগান তৈরি করা যায় এ বিষয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো.শাদাত উল্লা।

এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোশহীদুর রশীদ, কোষাধক্ষ্য অধ্যাপক ড. মো. হযরত আলী, খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইকরবসন এবং ইসলামিক রিলিফ’র বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি শাবেল ফিরোজ।

কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মুহাম্মদ মাহাবুব ইসলাম।

মাহাবুব ইসলাম বলেন, বাংলাদেশে ছাদে বাগান করার আধুনিক ও স্থায়ী পদ্ধতি নিয়ে এখন পর্যন্ত কোনো গবেষণা হয়নি। আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটি পদ্ধতি বের করতে পারবো।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।