সিলেট: ভূমিকম্পে ফাটল দেখা দেওয়ায় সিলেট নার্সিং কলেজের ছাত্রীদের হল ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে পরিত্যক্ত ঘোষণা করা হয়নি।
শনিবার (১৬ এপ্রিল) সকালে নির্দেশনা দেওয়ার পরে হল ছাড়তে শুরু করে ছাত্রীরা।
হল কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে ভূমিকম্পে কলেজের ছাত্রীনিবাসের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় তাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প বাসস্থান হিসেবে কলেজ ভবন ও স্টাফ কোয়ার্টারে ছাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা থেকে প্রকৌশলীরা এসে পরীক্ষা করলে জানা যাবে ভবনটি ব্যবহার উপযোগী কিনা।
এদিকে ফাইনাল ইয়ারের পরীক্ষার সামনে হলে ফাটল দেখা দেওয়ায় বিপাকে পড়েছে ছাত্রীরা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এএএন/এটি