ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোববার থেকে ইবি শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
রোববার থেকে ইবি শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি

ইবি: শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে রোববার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।  

শনিবার (১৬ এপ্রিল) শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আলী উল্যাহ স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মার্চ শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত বস্তবায়নের দাবি জাননো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।
 
কিন্তু প্রশাসন সেই দাবি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় প্রশাসনের অনুরোধে ১৩ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করেছে শিক্ষক সমিতি। এ দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ কর্মবিরতি পালন হবে বলে জানা গেছে। তবে সব পরীক্ষা এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও  উল্লেখ করেন তারা।

এ সময়ের মধ্য শিক্ষক সমিতির দাবিগুলো বাস্তবায়িত না হলে ২৩ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি (ক্লাস, পরীক্ষা ও সান্ধ্যকালীন কোর্সসহ) পালন করবে শিক্ষক সমিতি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।