ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও পাঠদানসহ অন্য বিষয়ে কেউ অর্থ নিলে তাকে ধরে থানায় সোপর্দ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একই সঙ্গে এ সব কাজে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন প্রভৃতি শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন কাজ। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মন্ত্রণালয়ে এ ধরনের কাজ সম্পন্ন হয়। এসব সরকারি কাজের জন্য অর্থ আদায়ের কোনো বিধান নেই।
‘শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কখনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা এ ধরনের কাজের জন্য অর্থ নেন না। কোনো কর্মকর্তা এ ধরনের কাজের জন্য অর্থ নিয়েছেন বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’
এসব কাজের নামে কাউকে কোনো ধরনের অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
কেউ এ ধরনের কাজের কথা বলে অর্থ দাবি করলে তাকে থানায় সোপর্দ করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এমআইএইচ/এএ