ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যা

রোববার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের আহ্বান

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
রোববার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের আহ্বান

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর এএফএম রেজাউল করিম সিদ্দীকি হত্যার প্রতিবাদে দেশের সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে রোববার (২৪ এপ্রিল) স্বত:স্ফূর্ত ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে রোববার থেকে টানা তিনদিন বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে ইংরেজি বিভাগ।

এ বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, প্রফেসর রেজাউলক করিম সিদ্দীকিকে হত্যার প্রতিবাদে রোববার থেকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বিভাগের একাডেমিক বৈঠকে।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠক থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ছাত্র ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, স্যারের হত্যাকাণ্ডকে ‘মুক্তমনা বা জঙ্গি’ খাতে যুক্ত না করে মানব হত্যার সুষ্ঠু বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি ভেঙ্গে এ হত্যাকাণ্ডকে সর্বোচ্চ প্রাধ্যান্য দিয়ে খুনিদের পাকড়াও ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে রোববার রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিবেন শিক্ষার্থীরা।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট শনিবার সন্ধ্যা ৬টায় প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে প্রফেসর ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানিয়েছে রাবি ছাত্র ইউনিয়ন, রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, রাবি ছাত্র শিবির, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, উদীচী শিল্পীগোষ্ঠী রাবি সংসদ, প্রগতিশীল ছাত্রজোট এবং রাবির
কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

শনিবার বিকেলে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো এ প্রতিবাদ জানায়। এসব বিজ্ঞপ্তিতে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এটিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।