ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে বিশ্ব ধরিত্রী দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ববিতে বিশ্ব ধরিত্রী দিবস পালিত ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: র‌্যালি ও সভার মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পালিত হয়েছে বিশ্ব ধরিত্রী দিবস।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বিভাগের চেয়ারম্যান ড. মো. হাসিনুর রহমানের নেতৃত্বে এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে দিবসটি উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে  প্রধান বক্তা ছিলেন ড .মো. হাসিনুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জামাল উদ্দীন ও আনজুমান আরা রজনী।

সেমিনার শেষে উপস্থিত সবাই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদশে সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এনএইচএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।