ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ২, ২০১৬
হাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে কর্মবিরতি, কালোব্যাচ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকরা।

সোমবার (০২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি ও দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত টিএসসি ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

হাবিপ্রবি শিক্ষক সমিতির আহ্বায়ক প্রফেসর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনিস খান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. কামাল
উদ্দিন সরকার প্রমুখ।

বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।