জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘হে নবীন প্রস্ফুটিত হও শিল্প বনে’ এই স্লোগানে নবীন শিক্ষার্থীদের বরণ করতে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করেছে তিন দিনব্যাপী নবীনবরণ নাট্য উৎসব।
বৃহস্পতিবার (০৫ মে) সংগঠনটির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম তঞ্চঙ্গ্যা পিয়াল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মত এবারও ক্যাম্পাসে নতুন বর্ষের শিক্ষার্থীদের আগমন উপলক্ষে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী নবীনবরণ নাট্য উৎসব। উৎসবটি নতুনদের জন্য উৎসর্গ করা হবে।
উৎসবের প্রথম দিন আগামী ৮ মে মঞ্চস্থ হবে মান্নান হীরা রচিত ও আরিফুল ইসলাম নির্দেশিত নাটক ‘বউ’। দ্বিতীয় দিন ৯ মে থাকছে খুশবন্ত সিং রচিত ও মঈনুল হক তারিফ নির্দেশিত নাটক ‘ট্রেন টু পাকিস্তান’।
অনুষ্ঠানের তৃতীয় দিন থাকছে বাংলাদেশ পথ নাটক পরিষদের আয়োজনে মান্নান হীরা রচিত ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নির্দেশিত নাটক ‘শিকারী’
প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাট্য উৎসব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এএটি/