রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের প্রফেসর এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও
মানববন্ধন কর্মসূচি পালন করবে রাবি শিক্ষক সমিতি।
পূর্বঘোষিত কর্মসূচি শেষে রোববার (০৮ মে) সকাল ১০টায় নতুন এ কর্মসূচি ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম।
এরআগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন শিক্ষক সমিতি। এতে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এসে একাত্মতা ঘোষণা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র এবং
ফলিত রাসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রভাষক দিলীপ কুমার সরকার।
মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’ এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার ও বিভাগের শিক্ষার্থী অনিমা চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এসআর