বরিশাল: এসএসসিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪১ ভাগ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
বুধবার (১১ মে) বেলা ১১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর।
তিনি জানান, এবছর ৮১ হাজার ৭২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো। এরমধ্যে ৪১ হাজার ২৩২ ছাত্র এবং ছাত্রী ছিলো ৪০ হাজার ৪৯৬ জন। পাস করেছে ৬৪ হাজার ৯০২ জন। যারমধ্যে ছাত্র ৩২ হাজার ৪৭২, ছাত্রী ৩২ হাজার ৪৩০ জন পাস করেছে। সব বিভাগের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা।
এবার এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে রয়েছে। গত বছর এ বোর্ডের পাসের হার ছিলো ৮৪.৩৭ ভাগ। গত বছরের চেয়ে এ বছরে পাসের হার কমেছে ৪ দশমিক ৯৬ ভাগ।
এদিকে বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন ভোলার বোরহানউদ্দিনের গোলাম রহমান হাইস্কুল ও পিরোজপুরের নাজিরপুরের মধুভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পাসের হার শূন্য রয়েছে। এ দুই স্কুল থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাস করেনি।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসএইচ