ঢাকা: মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার ইংরেজির চেয়ে গণিত বিষয়ের ফলাফল খারাপ হয়েছে।
বুধবার (১১ মে) এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)-২০১৬ সালের মোট ১০টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হয়।
এ ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার বরিশাল শিক্ষা বোর্ডে সবচেয়ে কম ৮৬.৯৮ শতাংশ গণিত বিষয়ে পাস করেছে, তবে একই বোর্ডে ইংরেজিতে পাশ করেছে ৯৮.০৩ শতাংশ পরীক্ষার্থী।
সিলেটে গণিতে ৮৮.৩১ শতাংশ পাস করেছে, আর ইংরেজিতে পাশ করেছে ৯৮.৮২ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে ৯১.৭৫ গণিতে ও ৯৭.৮৪ ইংরেজিতে পাস করেছে।
কুমিল্লা বোর্ডে ৯২.১৯ শতাংশ গণিতে ও ৯৪.৯৯ শতাংশ ইংরেজিতে পাস করেছে। আর ঢাকা বোর্ডে গণিতে ৯৩.১০ শতাংশ ও ইংরেজিতে ৯৫.৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। দিনাজপুরে ৯৫.২৬ শতাংশ গণিতে ও ৯৭.৫৭ শতাংশ ইংরেজিতে পাস করেছে।
এছাড়া যশোর শিক্ষা রোর্ডে গণিতে ৯৫.৪১ ও ইংরেজিতে ৯৮.৬৪ শতাংশ পাস করেছে। রাজশাহীতে ইংরেজিতে ৯৯.১৮ শতাংশ ও গণিতে ৯৭.০১ শতাংশ পাস করেছে। মাদ্রাসা বোর্ডে ইংরেজিতে ৯৮.০৫ শতাংশ ও গণিত বিষয়ে ৯৭.৯৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
তবে ব্যতিক্রম হল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইংরেজির চেয়ে গণিতে ফলাফল ভাল। এই বোর্ডে গণিতে ৯৬.৮১ শতাংশ পাশ করেছে, আর ইংরেজিতে পাশ করেছে ৯৬.৫৮ শতাংশ শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ১১, ২০১৬
টিএইচ/বিএস