ঢাকা: এবারের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থী যেমন কমেছে, তেমনি কমেছে কৃতকার্যের সংখ্যাও। পাশাশি পাশের হার ও জিপিএ-৫ এর ক্ষেত্রে নিম্নমুখী ফলাফল অর্জন করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
বুধবার (১১ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ শিক্ষার্থী অংশ নেন। যা গত বছর ছিলো ২ লাখ ৫৪ হাজার ৬২২।
এ বছর মাদ্রাসা বোর্ডে পাস করেছেন ২ লাখ ১৭ হাজার ৩১৪ শিক্ষার্থী। ২০১৫ সালে এ সংখ্যা ছিলো ২ লাখ ২৯ হাজার ৬৬৬ জন। পাসের সংখ্যা কমেছে ১২ হাজার ৩৫২ শিক্ষার্থী।
এবার এ বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। গত বছর ৯০ দশমিক ২০ শতাংশ ছিলো। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫ হাজার ৮৯৫ জন। গতবার এ সংখ্যা ছিলো ১১ হাজার ৩৩৮।
এর আগে ২০১৪ সালে মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পান ১৪ হাজার ১৩ জন, ২০১৩ সালে ৯ হাজার ৬৭৩ এবং ২০১২ সালে ১৩ হাজার ৪৩৬ জন।
এদিকে সবচেয়ে বেশি একজন পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যাও মাদ্রাসা বোর্ডে। ৯ হাজার ১২২ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টি প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাসের সংখ্যা শূন্য।
বাংলাদেশ সময় ১৬৪৯ ঘণ্টা, মে ১১, ২০১৬
এমএন/এএনজি/এমএ