পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিংহখালী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রেশমা আক্তার গণিত বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত থাকার পরেও তাকে উত্তীর্ণ দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে এ খবর জানাজানি হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রেশমা আক্তার ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত ২৩ ফেব্রুয়ারি গণিত বিষয়ের পরীক্ষার দিন সে অনুপস্থিত ছিল। বুধবার (১১ মে) এসএসসির ফলাফল প্রকাশিত হলে দেখা যায় রেশমা আক্তার জিপিএ ৪.০৬ পেয়েছে।
শিংহখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, রেশমা গণিত পরীক্ষায় অনুপস্থিত ছিল। তবে বোর্ড থেকে পাঠানো রেজাল্ট সিটে তাকে পাস দেখানো হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে রেশমা আক্তারকে উত্তীর্ণ দেখানো হয়েছে। তবে তা ভুলে হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে রেশমাকে অনুপস্থিত দেখানো আছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
আরএ