ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ১৮, ২০১৬
খুলনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিভাগীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে খুলনা অঞ্চল পর্যায়ে শ্রেষ্ঠত্ব স্বীকৃতি প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

 

এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার স্কুল ও মাদ্রাসার ৮৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বুধবার (১৮ মে) সন্ধ্যায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক টিএম জাকির হোসেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের আয়োজনে নগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।