ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জাবিতে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

 

বুধবার (১৮ মে) অ্যালামনাই ও বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক বশির আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২০ মে (শুক্রবার) সকাল দশটায় বিভাগীয় সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনার পরিভাষাগুলোর সঙ্গে পরিচয়, দুর্যোগ ও উন্নয়নের সম্পর্ক, দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত সময়ের মধ্যে পরিমাপের পদ্ধতি, আসন্ন  বিপদ বিশ্লেষণ ও সম্ভাব্য দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে ধারণা দেওয়ার জন্যই মূলত এ কর্মশালার আয়োজন।

দিনব্যাপী অনুষ্ঠেয় এ কর্মশালা পরিচালনা করবেন জাতিসংঘের দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞ ইউএনডিপি কর্মকর্তা তাহেরুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ