ঢাকা: শিক্ষকদের অপমান বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এটা জাতির জন্য অপমানজনক।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতকি মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সম্মেলন এবং শিক্ষার মানোন্নয়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাসচির ফাহিমা খাতুন বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার তদন্ত প্রতিবেদন আমার কাছে রয়েছে। তা কিছুক্ষণের মধ্যে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমআইএইচ/বিএস