শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৌদ্ধভিক্ষু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী পরেশ চাকমার সঞ্চালনায় ও সমাজবিজ্ঞান বিভাগের তুহিন ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শাবিপ্রবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষার, ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি শাহাদাত হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেন।
গত ১৩ মে রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ মন্দিরের মংশৈ উ চাক নামে এক বৌদ্ধ ভিক্ষুকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এএ