রাজশাহী: গ্রীষ্মকালীন ছুটি শেষে শনিবার (২৭ মে) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। আটদিন বন্ধের পর শুক্রবার (২৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলও খুলে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ৭ মে থেকে ২৭ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া ২০ মে থেকে প্রশাসনিক কর্মকাণ্ডও বন্ধ ছিল। ফলে ১৯ মে থেকে আবাসিক হলও বন্ধ রাখা হয়। ছুটি শেষে শুক্রবার আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।
শনিবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোদমে চলবে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এসএস/জেডএস