ঢাকা: পাঁচদফা দাবিতে টানা ১৫ দিন অবস্থান কর্মসূচি পালন করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
সোমবার (৩০ মে) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে তারা।
বেকার ও পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসকদের পাঁচদফা দাবি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. মুরাদ হোসেন বলেন, ১৫ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছি। আমাদের দাবি এখনো আদায় হয়নি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।
গত ১৪ দিন ধরে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।
দাবিগুলো হলো- উচ্চশিক্ষার ব্যবস্থা করা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বেতন ভাতা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, নতুন পদ সৃষ্টি করা, মেডিক্যাল এডুকেশন বোর্ড নামে একটি স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন করা, এবং ইন্টার্ন শিক্ষার্থীদের বেতন-ভাতা নিশ্চিত করা।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
একে/আরআইইউ/এএ