ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ফলাফল বিভ্রাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ১, ২০১৬
‘ফলাফল বিভ্রাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

ঢাকা: বরিশালের এসএসসি পরীক্ষার ফলাফল বিভ্রাটে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (০১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল বিভ্রাটের কারণে এক হাজার ১৪১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন করেছে। এদের সবাই উত্তীর্ণ হয়েছে। এছাড়া তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৭৯ জন শিক্ষার্থী।

তিনি আরও বলেন, ফলাফল বিভ্রাটের কারণে আত্মহত্যা করতে হয়েছে এক শিক্ষার্থীকে। এ বিভ্রাটের পেছনে দায়ীদের চিহ্নিত করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রয়োজনে তদন্ত করে অভিযুক্তদের আদালতের মাধ্যমে বিচার করা হবে। এক্ষেত্রে কেউ কোনো ছাড় পাবে না, যোগ করেন শিক্ষামন্ত্রী।

বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় এক হাজারের বেশি শিক্ষার্থী 'হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা' বিষয়ে ফেল করে। এর পরপরই ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন করলে বিষয়টিতে তারা সবাই পাস করেছে বলে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০১, ২০১৬
আরএম/আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ