শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে ‘ফিল্ড প্র্যাকটিকাম ইন সোশ্যাল ওয়ার্ক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক তাহমীনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ফয়সাল আহমেদ।
বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া দু’টি টেকনিক্যাল সেশনে পেপার উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আ ক ম মাহবুবুজ্জামান এবং অধ্যাপক ড. তুলসী কুমার দাস।
দিনব্যাপী কর্মশালায় ‘ওয়ার্কশপ আউটকামের’ ওপর পেপার উপস্থাপন করেন অধ্যাপক ড. ইসমাইল হোসেন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ০১, ২০১৬
জেডএস