ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনডিএফ-বিডির বিভাগীয় বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুন ৩, ২০১৬
এনডিএফ-বিডির বিভাগীয় বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ-বিডি) আয়োজনে ‘মার্কেন্টাইল ব্যাংক দ্বিতীয় এনডিএফ বিডি রাজশাহী বিভাগীয় বিতর্ক উৎসব -২০১৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৩ জুন) বিকেলে বগুড়া জিলা স্কুলে মুক্তিযোদ্ধা শহীদ আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দেশের শীর্ষ নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বিতর্ক উৎসবে সেরা স্কুল নির্বাচিত হয়েছে বগুড়া জিলা স্কুল। আর সেরা ডিবেটিং ক্লাব হিসেবে নির্বাচিত হয়েছে বগুড়া ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী সেরা বিতার্কিক নির্বাচিত হন।     

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

এছাড়া জেলা আওয়ামী লীগের নেতা টি জামান নিকেতা, ডা. সামির হোসেন মিশু, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ-বিডি) চেয়ারম্যান একেএম শোয়েব, কনভেনার তানভীর হোসেন, কো-কনভেনার একেএম আহসান হাবিব, নাজমুস শাহাদৎ প্রীতম প্রমুখ বক্তব্য দেন।

এর আগে শুক্রবার সকালে জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের প্রথম পর্বের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এমবিএইচ/জিসিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ