ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি সিন্ডিকেট নির্বাচনে আওয়ামী প্যানেল জয়ী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ৫, ২০১৬
জাবি সিন্ডিকেট নির্বাচনে আওয়ামী প্যানেল জয়ী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে এককভাবে জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

রোববার (০৫ জুন) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনের রিটানিং অফিসার ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ছয়টি ক্যাটাগরিতে (ডীন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ক্যাটাগরি)  অর্থ কমিটিতে একজন  এবং শিক্ষা পর্ষদে তিনটি ক্যাটাগরিতে (সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক ক্যাটাগরি ) মোট ছয়জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল ও  বিএনপিপন্থি শিক্ষক, বামপন্থি এবং আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ নিয়ে গঠিত ‘সম্মিলিত শিক্ষক’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষক’ প্যানেলকে হারিয়ে আওয়ামীপন্থি পুরো প্যানেল জয়ী হন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এনএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ