ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাকোত্তর শ্রেণির ডিগ্রির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন।
তাদের দাবি বিশ্ববিদ্যালয় থেকে নন-টেকনিক্যাল ডিগ্রি ‘বিবিএ ইন এগ্রিবিজনেস’র পরিবর্তে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বীকৃত ডিগ্রি ‘বিএসসি ইন এগ্রিকালচারাল ইকোনোমিক্স’ করতে হবে।
রোববার (০৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষদের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড, ব্যনার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। কিন্তু কাজ হয়নি। তাই মানববন্ধনে এসেছি।
শিক্ষার্থীদের দাবি মানা হবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
আইএ