ঢাকা: সরকার নতুন তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৯৪টি।
নতুন বিশ্ববিদ্যালয়গুলো হলো-টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এবং রূপায়ণ এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার (০৬ জুন) এ তিনটি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (০৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, এখন উদ্যোক্তাদের চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় অনুমোদনের বিষয়টি জানানো হবে।
নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন, কমপক্ষে তিনটি অনুষদ ও ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্র-ছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো রাখার শর্ত দেওয়া হয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয় তিনটি কবে নাগাদ কার্যক্রম শুরু করবে- জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, সংশ্লিষ্ট কমিটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় পরিদর্শন করবে। তারপর কার্যক্রম শুরু হবে। তবে এখনই কার্যক্রম শুরু হচ্ছে না।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‘টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস’ এর প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান। রাজধানীর কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার কথা।
‘ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ’ নামের আরেকটি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইমরান চৌধুরী। এটি প্রতিষ্ঠিত হবে বরিশালে। এ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও সাবেক ছাত্রলীগ নেতা শওকত হোসেন খান রয়েছেন।
‘রূপায়ণ এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়’ নামের তৃতীয় বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা লিয়াকত আলী খান। এটি নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এমআইএইচ/ওএইচ/আরআই