ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে মেননের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে মেননের শোক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

সোমবার (১৩ জুন) এক শোক বাণীতে তিনি এই শোক প্রকশ করেন।

একই সঙ্গে তিনি মনিরুজ্জামান মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

রাশেদ খান মেনন বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক এ রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ও কম্পিউটার সাইন্স বিভাগ চালু করেছিলেন। প্রযুক্তি ও বাণিজ্য ক্ষেত্রে এর সুফল শুধু দেশেই নয় দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে।
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি হিসেবে মনিরুজ্জামান মিয়ার অধিকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিলেন। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। শিক্ষা ও গণতান্ত্রিক সমাজ সৃষ্টিতে তার অবদানের জন্য জাতি তাকে স্মরণ করবে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আরএম/এমজেডআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ