ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে এক জরুরি সভা শেষে এ তারিখ ঘোষণা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকতা উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত এ সিদ্ধান্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে অনুমোদন পেলে ১৯ তারিখ থেকেই ভর্তি পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এ বৈঠক আবার ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএসএম আবদুল লতিফ বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নির্দেশনা অনুয়ায়ী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আরবি/আরএ