ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে সহপাঠীর ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী আহত

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
শেকৃবিতে সহপাঠীর ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী আহত

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ( শেকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাউসার মিয়ার ছুরিকাঘাতে আরাফাত হোসেন  ও রাইসুন তানভীর নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) দুপুর সাড়ে ২ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ-উদ- দৌলা হলের নিচ তলায় এ ঘটনা ঘটে।



আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। সর্বশেষ পাওয়া খবরে ঢামেকের জরুরি অপারেশন থিয়েটারে আহত দুই শিক্ষার্থীর অস্ত্রোপচার চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস সাংবাদিকদের বলেন, কাউসার নামে এক শিক্ষার্থী আমাদের কাছে আটক আছে। মারামারি করার জন্যে আমরা তাকে ধরে নিয়ে এসেছি।

বাংলাদেশ সময়:  ২১৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ